ভারত আমার মাতৃভূমি।আমার ভারত মহান।আমরা এই মহান ভারত মাতার সন্তান।আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি।আর বড়ো হয়েছি।এখানে সকল ধর্মের মানুষের বসবাস।এখানে সবাই মিলে মিশে বসবাস করি।সকল ধর্মের উৎসব সমারোহে পালন করি।আমরা এক জাতি এক ধর্ম আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই।আমরা একে অন্যের সুখ দুঃখ ভাগ করে নেয়।ভারত মাতা আমাদের সেটাই শিখিয়েছে।রাম রহিম ,জন আব্রাহাম আমরা সবাই ভারত মাতার সন্তান।পৃথিবীর সবচেয়ে বড় দেশ আমাদের এই ভারতবর্ষ।কত মানুষের সমাগম কত উৎসব কত উদ্দীপনা এই ভারত মায়ের কোলে।আমরা বিরক্ত হয়ে থাকি। কিন্তু মা কখনও বিরক্ত হয় না।তার সমস্ত সন্তান সুখে থাক এটাই ভারতমাতার ইচ্ছে

প্রায় দেড় শত কোটি মানুষের বসবাস। উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত আমার এই দেশ। এই দেশ আমাদের মায়ের সমান।এত বড় আমাদের দেশ যা আমারা সর্বদা গর্ববোধ করি।সবার আগে আমাদের দেশকে সুরক্ষা দিতে হবে।যাঁরা আমাদের দেশের সুরক্ষায় নিয়োজিত।যাঁরা শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য দিন রাত চব্বিশ ঘণ্টা পাহারা দিচ্ছেন তাঁদের জন্য আমার আন্তরিক অভিনন্দন আর বুকভরা ভালোবাসা রইল।তাঁরা আছেন বলে আমরা আজ মাতৃগর্ভে সুন্দরভাবে বিচরণ করতে পারছি।সেই সেনাবাহিনীর জোয়ানদের আমরা ভুললে চলবে না।প্রতি নিয়ত আমদের দেশকে সুরক্ষা দিয়ে যাচ্ছে।তাঁদের আবারও আমি সেলাম জানায়।আমার ভারতমাতার দেড়শো কোটি ভাই বোনদের আমি হার্দিক অভিনন্দন জানাই।আমরা ভালো থাকবো।আমাদের মন হবে উদার।আমরা সর্বদা দেশকে এগিয়ে নিয়ে যাবো। এর বাইরে আর  কিছু হতে পারে না।দেশের মধ্যে যারা নির্বাচিত নেতা মন্ত্রী তাদের ভাবতে হবে এ দেশ শুধু আমার নয়।দেড়শো কোটি মানুষের এই দেশ।আমরা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছি।দেশের সংবিধান মেনে চলবেন শপথ বাক্য পাঠ করেছেন। দেশের প্রত্যেকটি মানুষের কথা ভাবতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা গুলিকে বাস্ত বাইত করতে হবে। প্রশাসনের নিরপেক্ষতা মানুষ আশা করে। সংবিধানের ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে হবে। সংখ্যালঘুরা আজ বঞ্চিত,লাঞ্ছিত, নিপীড়িত।এদের সুরক্ষা দিতে হবে।মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করব না।অনেক ধর্মের মানুষের গড়া আমাদের এই দেশ।তাই ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন ভগবানকে খুঁজে বেড়াচ্ছিস।আগে তোরা মানুষকে ভালোবাস।মানুষের মধ্যে দেখবি ভগবান লুকিয়ে রয়েছে। এতে দেশের উন্নতি।দশের ও উন্নতি।দেশকে জগৎ সভায় মাথা উঁচু করে দাঁড় করতে হবে।আমরা তোমার সাথেই আছি।

কবি অতুলপ্রসাদ-সেন লিখেছেন-

বল, বল, বল সবে, শত বীণা-বেণু-রবে,

ভারত আবার জগত-সভায় শ্রেষ্ঠ আসন লবে |

ধর্মে মহান্ হবে, কর্মে মহান্ হবে,

নব দিনমণি উদিবে আবার পুরাতনে পূরবে।

আজও গিরিরাজ রয়েছে প্রহরী,

ঘিরি তিনদিক নাচিছে লহরী,

যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী, এখনও অমৃতবাহিনী |

প্রতি প্রান্তর, প্রতি গুহা বন,

প্রতি জনপদ, তীর্থ অগণন, কহিছে গৌরব-কাহিনী |

বিদুষী মৈত্রেয়ী খনা লীলাবতী,

সতি সাবিত্রী সীতা অরুন্ধতী,

বহু বীরবালা বীরেন্দ্র-প্রসূতি, আমরা তাঁদেরই সন্ততি ||

ভোলেনি ভারত, ভোলেনি সে কথা,

অহিংসার বাণী উঠেছিল হেথা,

নানক, নিমাই করেছিল ভাই, সকল ভারত-নন্দনে |

ভুলি ধর্ম-দ্বেষ জাতি-অভিমান,

ত্রিশকোটি দেহ হবে এক প্রাণ, একজাতি প্রেম-বন্ধনে ||

মোদের এ দেশ নাহি রবে পিছে,

ঋষি-রাজকুল জন্মেনি মিছে,

দুদিনের তরে হীনতা সহিছে, জাগিবে আবার জাগিবে |

আসিবে শিল্প-ধন-বাণিজ্য,

আসিবে বিদ্যা-বিনয়-বীর্য, আসিবে আবার আসিবে ||

এস হে কৃষক কুটির-নিবাসী,

এস অনার্য গিরি-বনবাসী,এ

স হে সংসারী, এস হে সন্ন্যাসী, —মিল হে মায়ের চরণে |এস অবনত, এস হে শিক্ষিত,

পরহিত-ব্রতে হইয়া দীক্ষিত, —মিল হে মায়ের চরণে |

এস হে হিন্দু, এস মুসলমান,

এস হে পারসী, বৌদ্ধ, খৃষ্টিয়ান্, —মিল হে মায়ের চরণে ।

জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা…….. । আমাদের গর্ব আমরা ভারতবাসী।

আমার দেশের সেনাবাহিনী যারা, দেশকে শত্রুর হাত থেকে সর্বদা নিরাপদে রেখেছে তাঁদের সেলাম জানাই।এবং আমার ভারত মাতার সমস্ত ভাই বোনদের হার্দিক অভিনন্দন জানাই সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।একে অপরকে ভালোবাসবেন।জয় হিন্দ বন্দেমাতরম।

India is my motherland. My India is great. We are the children of this great Mother India. I was born in this land. I grew up. People of all religions live here. We all live together here. We celebrate the festivals of all religions. We are one nation, one religion. We are all brothers, there is no difference between us. We share each other’s happiness and sorrows. Mother India has taught us that. Ram Rahim, John Abraham. We are all children of Mother India

 

The largest country in the world. About two hundred million people live there. From north to south to east to west my country. We have one mother India mother. First of all my country. My country is great. Our national anthem Jalakaman skipper Jai O Bharathavyavidhadata…….. Our pride we are Indians. Salute to the army of my country who have always kept the country safe from the hands of the enemy

And my heartiest greetings to all the brothers and sisters of my mother India. May you all be well and be healthy. Jai Hind Bandemataram.